Friday, December 4, 2015

জুমাদিউস্ সানী মাসের ফযলীত ও আমল



জমাদিউস্‌ সানী মাসের ইবাদত এবং ফযীলত
জমাদিউস্‌ সানী চান্দ্র মাসের ষষ্ঠ মাস। এ মাস বছরের অর্ধেক সূচিত করে। এই মাসও অত্যধিক ফযীলতের মাস। এই মাসে গরীব মিসকিনদিগকে দান খয়রাত ও অন্ন ভোজের ব্যবস্থা করা অত্যধিক সওয়াবের কাজ ও রুজি-রোজগার বৃদ্ধির জন্য বিশেষ উপকারী। বুজুর্গানে দীন এ মাসে বেশি বেশি করে আমল করতেন। এ মাসে কোরআনখানী, এস্তেগফার ও দোয়া দরূদ এবং তস্‌বীহ-তাহ্‌লীল পাঠ করা বিরাট সওয়াবের কাজ। পাঠক-পাঠিকার নেক উদ্দেশ্য হাসিলের জন্য নিম্নে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত তলে ধরা হলোঃ এই মাসের এক তারিখে (দিনে) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এবং অন্যান্য সাহাবাগণ ১২ রাকাত নামাযের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা এখলাছ ১১ বার করে পাঠ করতেন। এ নামায দু' দু' রাকাত বা চার চার রাকাত করেও পড়া যায়।
****************

1 comment:

  1. Very nice blog and informative post. Keep posting and keep updating.
    ❤️

    For jsc, ssc & hsc exam preparation with exclusive model test with answer.
    Visit...
    www.OSC24.blogspot.com

    ReplyDelete